Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের ইতিহাস

সুনামধন্য সুনামগঞ্জ জেলার একমাত্র অবহেলিত ও ভাটির ইউনিয়ন হিসাবে পরিচিত অসংখ্য হাওর ও জলাশয়ের  সমারোহ প্রাকৃতিক মনোমুগ্ধ সৌন্দর্যে পরিপূর্ন সম্পদ ওজীব বৈচিত্র এবং নানা প্রজাতির অথিতি পাখিদের মিলন মেলার তীর্থস্থান হিসাবে পরিচিত নয়াবিরাম টাংগুয়ার হাওরের পাদদেশে সরা-মরা নদীর তীরে ইউনিয়ন কমপ্লেক্স ভবনটি ২০০৯-২০১০ অর্থ বছরে নির্মান করা হয়। যাহা ১৪/০৪/১৯৭৪খ্রীঃ তারিখে সতীশ চন্দ্র জমিদার এর বাসস্থান শ্রীপুর গ্রামের নাম অনুসারে শ্রীপুর (দঃ) ইউনিয়ন পরিষদ নামে নামকরণ করা হয়।